Fiverr

Fiverr

Social Media Profile & Presentations

সোস্যাল মিডিয়া প্রোফাইল এন্ড প্রেজেন্টেশন -১ মোটিভেশনাল স্পীকার হওয়ার ইচ্ছা বা যোগ্যতা কোনটাই আমার নেই। তার জন্য একটা অডিয়েন্স ক্রিয়েট করতে হয়,ভাল বক্তা হতে হয়, নিশে(Niche) ফলোয়ার ক্রিয়েট করতে হয়। তারপর একটা অডিয়েন্স ভাড়া করতে হয় অন ক্যাম্পাস সরাসরি বা মুখোমুখি বক্তৃতার জন্য, স্টুডিও রেডি করতে হয় পডকাস্ট বা ওয়েবিনার করার জন্য! সোস্যাল মিডিয়াতে নিজের মত করে একটা অডিয়েন্স ক্রিয়েট করা যেমন জরুরী, এটি তেমনি সময় সাপেক্ষ ও ধৈর্য নিয়ে করার মতো একটা কার্যক্রম। আপনি যদি সাধারণ একজন সেস্যাল মিডিয়া ব্যাবহারকারী হোন তার ব্যাক্তি প্রোফাইল একরকম হবে যদি একজন ব্যাবসায়ী হোন, সোস্যাল মিডিয়া ইউজ করে ইনকাম করার উদ্দেশ্য থাকে তাহলে তার প্রোফাইল এবং পেজ গঠন অবশ্যই ভিন্ন হবে। যারা ফেক প্রোফাইল ইউজ করে তারা ভন্ড ও সোস্যাল মিডিয়া ইউজ করার অধিকার তাদের নেই। নিজের ছবির বদলে কোন ইলাশট্রেশান বা গ্রুপ জাতীয় ছবি, পুরুষ হয়ে নারীর ছবি, নারী হয়ে পুরুষের ছবি ব্যাবহার থেকে বিরত থাকুন। নিজস্বতাকে সামনে তুলে ধরুন, আপনি যা আপনি তাই, কে কি বলবে কি মন্তব্য করবে হাজারো ভাবনায় কনফিউজড হলে আপনিই ডিসিশন নিন, সোস্যাল মিডিয়া ইউজ করার প্রয়োজন আছে কি না! প্রোফাইল পিকচার কেন জরুরীঃ প্রোফাইল পিকচার আপনার নিজের প্রতিচ্ছবি, ছবি দেখে একজন নিয়োগকারী বা একজন ক্রেতা আপনার সম্মন্ধে ৭০% ধারনা করবে। আপনার জয়ের বিরাট অংশ এখানেই সম্পূর্ন হলো! ছবি কিভাবে হবেঃ আপনার মুখাবয়বকে হাইলাইট করে ছবি তুলুন, লাইট আপনার সামনে না দিয়ে পিছন থেকে লাইটিং পড়লে আপনার প্রোফাইল স্পষ্টতা বেশী হবে, বেশী মনোযোগ পাবেন। প্রোফাইল পিক ইজ মিরর অব ইউর ইনার স্ট্রেংন্থ! সুতরাং নিজেকে তুলে ধরতে শিখুন। আপনি অবশ্যই ঝলসে ওঠবেন। (প্রোফাইল সম্পর্কে আরো বিস্তারিত পরবর্তীতে)

No comments:

Post a Comment

Most Recent

I will provide high level of VA service in Fiverr